সেই অভিজ্ঞতার কথা ডা:গৌতম মন্ডলের ছবি ও লেখায় বনপাহাড়ের পাতায়।
উত্তরবঙ্গের সবুজ চোখ জুড়িয়ে দেয়। এই বনভূমির বৈচিত্র্য অবাক করার মত। তবে এখানে বসবাসকারী প্রাণীকূলের বৈচিত্র আপনাকে চমৎকৃত করবে।
হাতি, গন্ডার, লেপার্ড, বাইসনের বাসভূমিতে আরও অনেক বিরল প্রজাতির প্রাণীর দেখা মিলবে। আর পাখি তো সীমাহীন। বিরল প্রজাতির প্রাণীর মধ্যে রেড পান্ডার দেখা মেলে নেওড়াভ্যালি ন্যাশানাল পার্কে। আর এক রকম বিরল প্রাণীর দেখা আমি পেয়েছিলাম এই বছরের ফেব্রুয়ারি মাসে দার্জিলিং জেলার শিবখোলায়। তা হল Yellow throated Marten। প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি নিজের চোখে দেখার। না হলে ভাষায় বোঝানো যাবে না। দশ সেকেন্ডের দেখা। ভিডিও করতে পারিনি। কিছু স্হির চিত্র সংগ্রহ হয়েছে। তা রইল বনেপাহাড়ে'র পাঠকদের জন্য।
留言