ট্রোগন-কথা
- ..
- Mar 20
- 2 min read
ভারতে মোট ৩ প্রজাতির ট্রোগন পাওয়া যায়—মালাবার ট্রোগন, রেড-হেডেড ট্রোগন ও ওয়ার্ডস ট্রোগন। এরা প্রধানত ঘন বনাঞ্চলে থাকে এবং সহজে নজরে আসে না। এদের রঙিন পালক ও নির্জন স্বভাবের কারণে এরা বনের অন্যতম আকর্ষণীয় পাখি। এবারের বনেপাহাড়ের পাতায় থাকছে মালাবার ট্রোগন ও রেড-হেডেড ট্রোগনের ছবির সম্ভার। ডা:পার্থপ্রতিম চক্রবর্ত্তী ও ড: বাপ্পাদিত্য মান্নার ক্যামেরায়।
মালাবার ট্রোগন (Malabar Trogon) – Harpactes fasciatus
বিস্তৃতি: কেবলমাত্র পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায়।
চেহারা: পুরুষদের কালো মাথা, লাল বুক ও বাদামি পিঠ থাকে; স্ত্রীদের বাদামি মাথা ও কমলা বুক থাকে।
আবাসস্থল: চিরসবুজ বন ও আর্দ্র পাতাঝরা অরণ্য।
প্রজনন: গাছের কোটরে বাসা বানায়।
পুরুষ পাখি:



স্ত্রী পাখি:



মালাবার ট্রোগানের ছবিগুলি তুলেছেন ডা: পার্থপ্রতিম চক্রবর্ত্তী কেরলের থাট্টেকাডে ।
রেড হেডেড ট্রোগন (Red-headed Trogon) হলো ট্রোগনিডি (Trogonidae) পরিবারভুক্ত একটি মনোমুগ্ধকর পাখি। এটি এশিয়ার বিভিন্ন অঞ্চলের গভীর বন ও পাহাড়ি জঙ্গলে বাস করে।
🔹 বৈজ্ঞানিক নাম: Harpactes erythrocephalus
🔹 পরিবার: Trogonidae
🔹 বিস্তৃতি: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বনাঞ্চলে দেখা যায়।
🔹 আকার: সাধারণত ৩০-৩৫ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে।
🔹 চেহারা:
পুরুষ পাখির মাথা উজ্জ্বল লাল, দেহের নিচের অংশ লালচে কমলা, এবং পিঠ বাদামি।
স্ত্রী পাখির মাথা ও শরীর বাদামি-হলুদ রঙের হয়।
লেজ লম্বা ও কালো-সাদা দাগযুক্ত।
🔹 আচরণ:
সাধারণত একা বা জোড়ায় গাছের ডালে বসে থাকে।
ধীরে ধীরে ওড়ার প্রবণতা বেশি, দীর্ঘক্ষণ এক জায়গায় স্থির থাকতে পারে।
🔹 খাদ্যাভ্যাস:
প্রধানত পোকামাকড়, শুঁয়োপোকা, ছোট ফল ও বীজ খেয়ে বেঁচে থাকে।
🔹 প্রজনন:
গাছের ফাঁকা গুহা বা নরম কাঠের মধ্যে বাসা তৈরি করে।
স্ত্রী পাখি ২-৪টি ডিম পাড়ে এবং দুজনেই তা দেয়।
🔹 সংরক্ষণ অবস্থা:
বর্তমানে আইইউসিএন (IUCN) তালিকায় "সর্বনিম্ন বিপদগ্রস্ত" (Least Concern) হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে, তবে বন ধ্বংসের কারণে এদের সংখ্যা কমতে পারে।
পুরুষ পাখি:




স্ত্রী পাখি:

শিশু পাখি (Juvenile):

রেড হেডেড ট্রোগনের ছবিগুলি তুলেছেন ডা: পার্থপ্রতিম চক্রবর্ত্তী ও ড: বাপ্পাদিত্য মান্না লাটপাঞ্চারে।
ডা: পার্থপ্রতিম চক্রবর্তী পেশায় চিকিৎসক ও কলকাতা মেডিকেল কলেজে এন্ডোক্রিনোলজি বিভাগে অধ্যাপনায় নিয়োজিত।
ড: বাপ্পাদিত্য মান্না আই আই টি, দিল্লীর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনায় নিয়োজিত।
Comments