গুয়াহাটি শহরের সীমানার মধ্যেই এ এক অনন্য প্রাকৃতিক ভূমি। বহু প্রজাতির পাখি, স্তন্যপায়ী ও সরীসৃপ ছাড়াও বাস অনেক প্রজাতির প্রজাপতির। সেই গড়ভাঙ্গা অরণ্যকে ২০২২ সালে সংরক্ষিত বনাঞ্চল ঘোষনা করেও আবার তার সুরক্ষার কবচ তুলে নিয়েছে অসম সরকার পরের বছরেই। পরিকল্পনায় আছে পাথর খাদান বানানোর ও রেলপথ পাতার। এই নিয়ে পরিবেশপ্রেমীরা আদালতের দরজায়। সেই দিকে তাকিয়ে রয়েছি আমরা। সেই অরণ্যেরই নানা রকম পাখির ছবি ধরা পড়ল ধীমান অধিকারী'র ক্যামেরায়।
















ধীমান অধিকারী পেশায় চিকিৎসক ও নেশায় বার্ড ফটোগ্রাফার।

Comments