top of page
  • ..

কচ্ছের রনের পাখিরা: ছবিতে গল্প

‘রন্‌’ মূলত: হিন্দি শব্দ যার অর্থ ‘মরুভূমি’ হলেও, কচ্ছের রন্‌ কিন্তু ঠিক মরুভূমি নয়। রন্‌ হল গুজরাত রাজ্যে আরব সাগর উপকূলের সেই রকম একটি মরুস্থল যা বর্ষার দিনে জলে ডুবে থাকে। ভূ-তত্ববিদরা মনে করেন, এই জায়গাটি অতীতে আরব সাগরের একটি অপেক্ষাকৃত কম জলের ভাগ ছিল। কালক্রমে মাটি উঁচু হয়ে গিয়ে সমুদ্রের সঙ্গে এই জায়গাটির ধারাবাহিকতা বিচ্ছিন্ন করে দিয়েছে। গুজরাটের পশ্চিম প্রান্তের প্রাচীন নাম ছিল ‘কচ্ছ’ বা ‘কচ্ছ দ্বীপ’। সেই থেকেই হয়েছে ‘রন্‌ অফ কচ্ছ’। পশ্চিম প্রান্তের বিস্তৃত ভাগ কে বলা হয়, ‘গ্রেট রন্‌ অফ কচ্ছ’। আর ক্রমশঃ পূর্ব দিকে প্রসারিত হয়ে সুরেন্দ্রনগর জেলায় যেখানে ত্রিভুজাকৃতি ছোটো একটি পকেটের মধ্যে রন্‌ শেষ হয়েছে, সেই দিকটিকে বলে ‘লিট্‌ল্‌ রন্‌ অফ কচ্ছ'। এই দুইটি রনই জীববৈচিত্রে ভরপুর। এর আগে বনেপাহাড়ে তে সেখাকার জংলি গাধা নিয়ে রচনা প্রকাশিত হয়েছে। এবার সেখানকার নানা রকম পাখির বৈচিত্রের কথা ধরা পড়ল শ্রী সুশান্ত বসাকের ক্যামেরায়।



গ্রেটার ফ্লেমিংগো

পেরিগ্রিন ফ্যালকন

কমন ক্রেস্টেল



লেসার ক্রেস্টেড টার্ন

ইন্ডিয়ান কোর্সার


স্যান্ডউইচ টার্ন






স্কাইস নাইটজার



এশিয়ান ডেজার্ট ওয়ার্বলার


হোয়াইট ইয়ার্ড বুলবুল

ফটোগ্রাফি পাঠাতে পারেন আপনিও নাম-ঠিকানা সহ এই মেইল আই-ডি তে: boneypahare21@gmail.com








106 views0 comments

Comentários


Royal_Bengal_Tiger_Kanha.JPG
bottom of page