কচ্ছের রনের পাখিরা: ছবিতে গল্প
- ..
- Apr 17, 2022
- 1 min read
Updated: Apr 18, 2022
‘রন্’ মূলত: হিন্দি শব্দ যার অর্থ ‘মরুভূমি’ হলেও, কচ্ছের রন্ কিন্তু ঠিক মরুভূমি নয়। রন্ হল গুজরাত রাজ্যে আরব সাগর উপকূলের সেই রকম একটি মরুস্থল যা বর্ষার দিনে জলে ডুবে থাকে। ভূ-তত্ববিদরা মনে করেন, এই জায়গাটি অতীতে আরব সাগরের একটি অপেক্ষাকৃত কম জলের ভাগ ছিল। কালক্রমে মাটি উঁচু হয়ে গিয়ে সমুদ্রের সঙ্গে এই জায়গাটির ধারাবাহিকতা বিচ্ছিন্ন করে দিয়েছে। গুজরাটের পশ্চিম প্রান্তের প্রাচীন নাম ছিল ‘কচ্ছ’ বা ‘কচ্ছ দ্বীপ’। সেই থেকেই হয়েছে ‘রন্ অফ কচ্ছ’। পশ্চিম প্রান্তের বিস্তৃত ভাগ কে বলা হয়, ‘গ্রেট রন্ অফ কচ্ছ’। আর ক্রমশঃ পূর্ব দিকে প্রসারিত হয়ে সুরেন্দ্রনগর জেলায় যেখানে ত্রিভুজাকৃতি ছোটো একটি পকেটের মধ্যে রন্ শেষ হয়েছে, সেই দিকটিকে বলে ‘লিট্ল্ রন্ অফ কচ্ছ'। এই দুইটি রনই জীববৈচিত্রে ভরপুর। এর আগে বনেপাহাড়ে তে সেখাকার জংলি গাধা নিয়ে রচনা প্রকাশিত হয়েছে। এবার সেখানকার নানা রকম পাখির বৈচিত্রের কথা ধরা পড়ল শ্রী সুশান্ত বসাকের ক্যামেরায়।









ফটোগ্রাফি পাঠাতে পারেন আপনিও নাম-ঠিকানা সহ এই মেইল আই-ডি তে: boneypahare21@gmail.com







Comments