রাজস্থানের একেবারে পশ্চিমে থর মরুভূমি এলাকায় জয়শলমীর ও বারমের জেলায় বিস্তৃত ডেজার্ট ন্যাশানাল পার্ক। মরুভূমি মানেই যে শুধু ঊষর প্রান্তর নয়, সেখানেও যে প্রাণের স্পন্দন রয়েছে-তার প্রকৃষ্ট উদাহরণ এই ন্যাশানাল পার্ক, যার দক্ষিণ সীমায় রয়েছে কচ্ছের রণ। ৩১৬২ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ন্যাশানাল পার্কে বিভিন্ন শ্রেণীর পাখি আছে যার মধ্যে অনেক রকম শিকারি পাখি বা raptor এর আধিক্য দেখা যায়। এছাড়াও এই ন্যাশানাল পার্ক হল বিলুপ্তির মুখে দাঁড়ানো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডদের আশ্রয়স্থল। এইসব পাখি ও সেখানকার কিছু জানোয়ারের ছবি থাকল ধীমান অধিকারীর ক্যামেরায় তোলা এই ফটো-সিরিজে।
মরু শিকারি: TAWNY EAGLE
ধীমান অধিকারী পেশায় চিকিৎসক ও নেশায় বার্ড ফটোগ্রাফার।
বনে পাহাড়ে ওয়েব পত্রিকার জন্য পাঠান আপনার প্রকৃতি বিষয়ক নিবন্ধ, ছবি, গল্প বা ভ্রমণ কাহিনী এই মেল আই ডি তে: boneypahare21@gmail.com
コメント