থাটেকাদ এবং মুন্নার: পশ্চিমঘাটে পাখিদের স্বর্গরাজ্যে
- ..
- Mar 24, 2023
- 1 min read
Updated: Mar 25, 2023
পেরিয়ার নদীর ধারে কেরালার প্রথম bird sanctuary হল থাটেকাদ, সালিম আলি যাকে চিহ্নিত করছিলেন দাক্ষিণাত্যের সবথেকে সমৃদ্ধ পাখিদের বাসস্থান হিসাবে। কোচি শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই পক্ষী অভয়ারণ্য দেশ-বিদেশ থেকে পক্ষীপ্রেমীদের টেনে আনে।
অপরদিকে পশ্চিমঘাটের উচ্চতায় অবস্থিত মুন্নার কফি আর চা বাগানের জন্য বিখ্যাত হলেও এখানকার শোলা তৃণভূমি আর অরণ্য পাখিদের বড় প্রিয় জায়গা। এই দুই জায়গা থেকে ঘুরে এসে অপূর্ব সুন্দর পাখিদের কিছু নমুনা ক্যামেরায় ধরেছেন ধীমান অধিকারী।
















ধীমান অধিকারী পেশায় চিকিৎসক ও নেশায় বার্ড ফটোগ্রাফার।
Comments