top of page

বন-মহোৎসব: অরণ্য ও বন্যপ্রাণী নিয়ে সচেতনতা প্রচারে বনেপাহাড়ে

  • ..
  • Jul 10
  • 2 min read

জুলাইয়ের প্রথম সপ্তাহটি বন-মহোৎসব। এই শুভ সময়ে অরণ্য ও বন্যপ্রানী সংরক্ষণ নিয়ে ছোট ছোট ছাত্রদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিল বনেপাহাড়ের এই প্রয়াস।


বনেপাহাড়ে ডেস্ক

ree

জুলাই মাসের প্রথম সপ্তাহটা বন মহোৎসব হিসাবে পালিত হয়। দিকে দিকে ছড়িয়ে দেওয়া হয় অরণ্য সংরক্ষণ ও গাছ বাঁচানোর বার্তা। এই উপলক্ষে বনেপাহাড়ে পত্রিকার প্রচেষ্টা ছিল বিদ্যালয়ের ছোট ছাত্রদের মধ্যে পৌঁছে যাওয়া এই বার্তা নিয়েই।  তাই আমরা চলে গেছিলাম কলকাতার উল্টোডাঙ্গার  সারদাপ্রসাদ  ইনস্টিটিউশানে।

 সারদাপ্রসাদ হাইস্কুলের সাথে বনেপাহাড়ের পুরানো সম্পর্ক। করোনাকালেও আমরা একবার এখানে ছোট ছোট ছেলেদের মধ্যে আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ও পরিবশে সচেতনতার প্রচারমূলক কার্যক্রম করে গেছিলাম ২০২২ সালে।  এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয় শ্রী শুভ্রজিৎ চক্রবর্ত্তীর আন্তরিক আগ্রহে আবার তাই সারদাপ্রসাদের নতুন প্রজন্মের ছাত্রদের এইসব বিষয়ে বার্তা দিতে আবার আমাদের যাওয়া।

ree

 বর্ষার দুপুরে প্রথমেই উঁচু ক্লাসের ছাত্রদের সমবেত জমায়েতে আমাদের সচেতনতা মূলক অনুষ্ঠান শুরু হয় “প্রজেক্ট টাইগার” এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবাইয়া নালামুথুর ছোটদের জন্য বানানো তিনটি দারুণ মিউজিক ভিডিও দিয়ে,যা তিনি টাইমস অব ইন্ডিয়া গ্রুপ আর ভারত সরকারের বন ও পরিবেশ মন্ত্রকের সহযোগিতায় বানিয়েছিলেন। তিনি হলেন ভারতের একজন খ্যাতনামা বন্যপ্রাণ চিত্রগ্রাহক ও ডকুমেন্টারি নির্মাতা, যিনি বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগারদের জীবনধারা নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্মগুলির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত ও প্রশংসিত। তিনি একাধারে একজন দক্ষ ক্যামেরাম্যান, গল্পকার ও বন্যপ্রাণ পর্যবেক্ষক। এই ভিডিওগুলি যেমন ভারতের অরণ্য, বন্যপ্রাণীর  অসাধারণ কিছু মুহূর্ত তুলে ধরেছে তেমনই এর সঙ্গের গানটিও চিত্তাকর্ষক। ফলে অনুষ্ঠানের শুরুতেই ছোট ছোট ছেলেরা দারুণ উৎসাহ পেয়ে যায়।

 এরপরে বনেপাহাড়ের সম্পাদক ডা: সুমন্ত ভট্টাচার্য্য সামগ্রিক পরিবেশ সংকট, ভারতের অরণ্য ও বন্যপ্রাণী আইন, সংরক্ষণের সাফল্য ও ব্যর্থতা নিয়ে বিভিন্ন তথ্য সহজ ভাবে ছোটদের মধ্যে আলোচনা করেন। ছোটদের সাথে স্কুলের শিক্ষকরাও নানা বিষয়ে প্রশ্ন করতে থাকেন এইসব নিয়ে। আসলে এই বিষয়গুলি আমাদের সাধারণ মানুষের মধ্যে এত কম চর্চা হয়, অথচ আমাদের জীবন ধারণের জন্য কতই না গুরুতর বিষয়গুলি।

ree

 এই পর্বের শেষে পত্রিকার সহযোগী সম্পাদক ড: ঐশিমায়া সেন নাগ  ভারতের বন্যপ্রাণীদের সাথে ভারতের মানুষের যে আত্মিক সম্পর্ক, যা ভারতের বন্যপ্রাণীদের সংরক্ষণে বিশেষ ভূমিকা নিয়েছে সেইসব বিষয়ে আলোচনা করেন। তিনি ভারতের বিভিন্ন স্থানে এই নিয়ে যে তাঁর যে অভিজ্ঞতা, সাধারণ মানুষদের থেকে তিনি যা জেনেছেন- তা প্রাঞ্জল ভাবে ছাত্রদের মধ্যে ব্যাখা দেন।

 অনুষ্ঠানটি শেষ হয় ছাত্রদের দ্বারা একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে। স্কুলের সংকীর্ণ পরিসরেই বনেপাহাড়ে কর্তৃক উপহার দেওয়া একটি চেরি গাছ তারা মাটিতে লাগান।


ree

ree

বনেপাহাড়ে আবারও সারদাপ্রসাদের ছাত্রদের মধ্যে ফিরে আসবে পরিবেশ ও অরণ্য সংরক্ষনের কথা বলতে- এই বার্তা দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয়।  আমরা মনে করি দেশের প্রতিটি নাগরিক- সে শহর বা গ্রাম যেখানে থাকুক না কেন, এইসব বিষয় নিয়ে সচেতন না হলে, সমবেত কন্ঠে দাবি না তুললে- এই বিপুল জনসংখ্যার দেশে অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সাফল্য পাওয়া যাবে না। আমরা চাই এই বিষয়গুলো যেন ইস্যু হয়ে  ওঠে জনমানসে। তাই বনেপাহাড়ে তাদের পত্রিকার মাধ্যমে তো বটেই, এভাবে মানুষের মধ্যে গিয়েও চালিয়ে যাবে এই সচেতনতার প্রচার।

আপনিও আপনার প্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে: boneyphare21@gmail.com




Comments


86060474-00b1-415d-8c11-9c4471c9c5e7.png
Royal_Bengal_Tiger_Kanha.JPG

Editor: Dr. Sumanta Bhattacharya
Co-editor: Dr. Oishimaya Sen Nag

  • Facebook

follow our facebook page to stay updated

© 2021 by Boney Pahare. All rights reserved.

bottom of page